শেরপুরে আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মে ২০১৭, ১৮:২৬
অ- অ+

শেরপুরের জেলা জজ কিরণ শংকর হালদারের ‘স্বেচ্ছাচারিতা’ এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেছা খানমের বিরুদ্ধে অসৌন্যমূলক আচরণের অভিযোগ এনে এর প্রতিবাদে জেলা জজ আদালত অনির্দিষ্টকালের জন্য এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক মাসের জন্য বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির এক জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সমিতির সাধারণ সম্পাদক এমকে মোরাদুজ্জামান এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেছা খানমের আদালত আইনজীবী সমিতির সভাপতি একেএম মোসাদ্দেক ফেরদৌসীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরবর্তী সময়ে বিষয়টি নিরসনের জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু জেলা জজ কিরণ শংকর হালদারের স্বেচ্ছাচারিতায় উভয় পক্ষের মীমাংসা ভেস্তে যায় এবং দুই পক্ষকেই মুখোমুখি অবস্থানে দাঁড় করায়। এর প্রতিবাদে আইনজীবীরা এই কর্মসূচি ঘোষণা করেছেন।

(ঢাকাটাইমস/০২মে/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা