১৭ উপসচিবের দপ্তর বদল

প্রশাসনে ১৭ উপসচিবের দপ্তর বদল হয়েছে। এক আদেশে হয়েছে ১২ জনের আরেক আদেশে পাঁচ জন উপসচিবের দপ্তর বদল করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে।
১২ জনের মধ্যে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবুল কালাম আজাদকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে একই পদে, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ারুল নাসেরকে একই জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ছিদ্দিকুর রহমানকে একই জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী তোফায়েল হোসেনকে একই জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলামকে একই জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাওছার হোসেকে একই জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক করা হয়েছে।
খুলনা জেলার পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহানকে একই জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হাইকে একই জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, ময়মনসিংহ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান মিঞাকে নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালেয়র স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিমকে একই জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মীর শওকত হোসেনকে একই জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহমেদকে একই জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
পৃথক আরেকটি আদেশে পাঁচজন উপসচিবের দপ্তর বদল করা হয়েছে। এরা হলেন- জনপ্রশাসক মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম মনোয়ারা ইশরাতকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসকে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব, কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুল ইসলামকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব, ভূমি সংস্কার বোর্ডের উপ ভূমি সংস্কার কমিশনার নবীউল হক মোল্যাকে জনপ্রশাসন মন্ত্রণালয়েল বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৮মে/এমএম/জেডএ)
সংবাদটি শেয়ার করুন
প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত
প্রশাসন এর সর্বশেষ

সাময়িক বরখাস্ত সিনিয়র সহকারী সচিবকে অবসর

হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সচিবকে বদলি

বিজিবির নতুন ডিজির দায়িত্বগ্রহণ

তিন অতিরিক্ত সচিব ও একজন গ্রেড-১ কর্মকর্তা অবসরে

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের নতুন উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর

শিপিং করপোরেশনে ৩১ জানুয়ারি যোগ না দিলে ফারহানাকে স্ট্যান্ড রিলিজ

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলামের মেয়াদ বাড়ল

পুনরায় পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোজাম্মেল হক

বর্তমান সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে: সেনাপ্রধান
