বুড়িমারী সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০১৭, ০৮:২৬| আপডেট : ১৭ মে ২০১৭, ১৩:২২
অ- অ+
ফাইল ছবি

জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী থেকে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তার নাম শফিকুল ইসলাম। তিনি গরু ব্যবসা করতেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মুগলিবাড়ী সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

শফিকুল উপজেলার ওই সীমান্ত এলাকার হাসান আলীর ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, ভারত থেকে গরু আনতে ৮৪২/৪এস নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতে প্রবেশ করে শফিকুল। এ সময় ভারতীয় চ্যাংড়াবান্ধা-৬১ ক্যাম্পের বিএসএফ টহলদল তাকে আটক করে নিয়ে যায়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফ’এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা