কাউখালীকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০১৭, ২২:৩৮
অ- অ+

পিরোজপুরের কাউখালী উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়। এসময় শপথবাক্য পাঠ করান পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইসাসমিন পপি, জেলা পরিষদের সদস্য শাহজাদি রেবেকা সুলতানা চৈতি, সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জমান পল্টন, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, বাল্যবিবাহ প্রতিরোধ আন্দোলনকারী ও উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু, প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, সুব্রত রায়, ছাত্রলীগের সভাপতি মৃতুল আহমেদ সুমন, ইউপি সদস্য নেপাল চন্দ্র দেয়, বিবাহ নিবন্ধক হাফিজুর রহমান, পুরহিত ননী গোপাল চক্রবর্তী, বাল্যবিবাহকে না বলি প্রচারকারী সাহসী শিক্ষার্থী তাহমিনা।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ বলেন, আজ থেকে কাউখালী উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলো। এ উপজেলায় কোন বাল্যবিয়ে হলে কোন অবস্থাতেই এর সাথে সংশ্লিষ্ট পরিবারকে ছাড় দেয়া হবে না।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ। তিনি স্বপ্রণোদিত হয়ে তাহমিনাকে উপহার হিসেবে একটি বাইসাইকেল দেন। এছাড়া ওই মেয়েটির (তাহমিনা) লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নেন জেলা প্রশাসক।

(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা