আড়াই একর জায়গা উদ্ধারে নাখালপাড়ায় সওজের অভিযান

সিরাজুম সালেকীন, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১২:৫৪

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ায় দখল করে রাখা জায়গা উদ্ধারে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে তিনজন ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। অভিযানে আড়াই একর জায়গা দখলমুক্ত করা হবে বলে সওজ সূত্র জানিয়েছে।

অভিযান শুরুর পর দখল করা জায়গায় অবস্থিত গাড়ির গ্যারেজ, মুদি দোকান, বাড়ি-ঘরের মালামাল সরাতে দেখা যায় ওইসব দোকান দখল করে রাখা মালিকদের। গতকাল উচ্ছেদ অভিযানের ঘোষণা দেয়ার পর অনেক মালামাল সরিয়ে নেয়া হয়েছিল। বাকি সব মালামাল আজ সরিয়ে নেয়া হয়।

গাড়ির গ্যারেজের কর্মচারী মো. হানিফ ঢাকাটাইমসকে জানান, গতকাল দুপুরের পর মাইকিং করে উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু এতো কম সময়ে গাড়ির যন্ত্রাংশ সরানো সম্ভব হয়নি। তাই আজ বাকি মালামাল সরাতে হয়েছে তাদের। তবে সওজ বলছে, অনেক আগে থেকেই তাদের মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছিল। অভিযানের সময় বৈদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

অভিযানে শিল্পাঞ্চল থানা পুলিশের অপারেশন অফিসার (ওসি) নেতৃত্বে পুলিশের অর্ধশতাধিক সদস্যও ঘটনাস্থলে উপস্থিত আছেন।

ঢাকাটাইমস/২৩মে/সিসা/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :