শেষ ম্যাচে বাংলাদেশ-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ মে ২০১৭, ১৮:২২ | প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১৮:২১

আগামীকাল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে ত্রিদেশীয় সিরিজ। বুধবার ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌঁনে চারটায়।

এই সিরিজে গত ১৭ মে কিউইদের মুখোমুখি হয়েছিল কিউইরা। ওই ম্যাচে চার উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। বিদেশের মাটিতে টাইগাররা এখনও কিউইদের হারাতে পারেনি। ত্রিদেশীয় সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ নিজেদের সর্বশেষ ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়েছিল। অন্যদিকে, নিউজিল্যান্ড তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে।

দুই দলই জয়ের মধ্যে থাকায় আগামীকাল একাদশে পরিবর্তনের তেমন তোনও সম্ভাবনা নেই। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট যদি কোনও খেলোয়াড়কে বিশ্রাম দিতে চায় বা গত তিন ম্যাচে যারা খেলার সুযোগ পাননি তাদের কাউকে একাদশে সুযোগ করে দিতে চায় সেক্ষেত্রে পরিবর্তন আসতেও পারে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): লুকে রঞ্চি (উইকেটরক্ষক), টম লাথাম (অধিনায়ক), নেইল ব্রুম, রস টেইলর, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, কলিন মুনরো, অ্যাডাম মিলনে, স্কট কুগ্গেলেউজন, ইশ সোধি, ম্যাট হেনরি।

(ঢাকাটাইমস/২৩ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :