বিদ্যুতের সঞ্চালন সক্ষমতা বাড়াতে ঋণ দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০১৭, ১৮:৩১ | প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১৬:৫২

বাংলাদেশ বিদ্যুৎ খাতের সঞ্চালন বিতরণ সক্ষমতা বৃদ্ধি করে দক্ষ এবং নির্ভরযোগ্য বিদ্যুতের প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে চুক্তি সই হয়েছে।

সোমবার শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে ছিলেন অর্থনীতির সম্পর্ক বিভাগের (ইআরডি) ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আজম। এডিবির পক্ষে এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুছি।‘বাংলাদেশ পাওয়ার সিস্টেম ইনহেনমেন্ট অ্যান্ড ইফিসিয়েন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর চুক্তির আওতায় ৬১৬ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ দেবে এডিবি।

কাজী শফিকুল আজম বলেন, ‘এ প্রকল্পের মেয়াদ চার বছর। ২০১৬ সাল থেকে ২০২০ সালে এটা বাস্তবায়িত হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫৭ দশমিক ৫ মার্কিন ডলার। এডিবি ৬১৬ মিলিয়ন মার্কিন ডলার দেবে; বাকি ৪৩৯.৫ মার্কিন ডলার বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাকে যোগান দিতে হবে।’

শফিকুল আযম বলেন, ‘এডিবি ছাড়াও এ কর্মসূচিতে সহঅর্থায়নকারী হিসেবে জাপান ফান্ড ফর প্রোভার্টি রিডাকশন (জেএফপিআর) দুই মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করবে।’

সচিব বলেন, ‘বিদ্যুৎ বিভাগ এই প্রকল্পের উদ্যোগী বিভাগ। পাওয়ার গ্রেড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ডেসকো এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এ ঋণের আওতায় গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ খাতের সঞ্চালন বিতরণ সক্ষমতা বৃদ্ধি করে দক্ষ এবং নির্ভরযোগ্য বিদ্যুতের প্রবেশাধিকার নিশ্চিত করা।’

এ ঋণের আওতায় আমিনবাজার, মাওয়া ও মংলায় ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন প্রজেক্টসহ পাঁচটি প্রজেক্ট বাস্তবায়ন করা হবে বলে জানান সচিব।

(ঢাকাটাইমস/২৯মে/জিএম/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এক হাজার টাকা কৃষিঋণে কেউ জেলে, ১০ হাজার কোটি টাকার ঋণখেলাপি সরকারের পাশে: ফরাসউদ্দিন

টানা অষ্টমবার কমলো স্বর্ণের দাম

বিএইচবিএফসিতে নতুন ডিএমডি এবং জিএমের যোগদান

বাংলাদেশ কমার্স ব্যাংকের BAMLCO সম্মেলন অনুষ্ঠিত 

  ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ করে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অফিসারদের নিয়ে ‘রিফ্রেশার্স ট্রেইনিং কোর্স’ অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের মাঝে ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব’ এর পানি ও খাবার স্যালাইন বিতরণ 

এপ্রিলে প্রবাসী আয় ১৯০ কোটি ডলার

ব্যাংক এশিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :