দিনাজপুরে আত্রাই নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০১৭, ২০:০৯| আপডেট : ০৩ জুন ২০১৭, ২০:১০
অ- অ+
ফাইল ছবি

দিনাজপুর চিরিরবন্দর ভুষিরবন্দর বড় ব্রিজের কাছে আত্রাই নদী থেকে তৃতীয় শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সেরাজুল (১০)।

শনিবার দুপুর ১টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত সেরাজুল চিরিরবন্দর নশরতপুর ইউনিয়নের মাছুয়া পাড়ার আবু তাহেরর ছেলে এবং স্থানীয় রাণীরবন্দর অ্যাম্বিশন রেসিডেন্সসিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলো।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা মো. হারেসুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এখানে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করায় ব্যাপক গর্তের সৃষ্টি হয়।

সেখানে সেরাজুল তিন বন্ধু মিলে দুপুর ১টার দিকে গোসল করতে আসলে সেরাজুল সেখানেই তলিয়ে যায়।

প্রায় এক ঘণ্টা ধরে স্থানীয় জনতা অনেক খোঁজাখুঁজির পরে সেরাজুলের মৃতদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা সেরাজুল সাঁতার না জানায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

(ঢাকাটাইমস/০৩জুন/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৭- মন না জাগলেও শরীর জাগে
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা