সিংড়ায় গদাই নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০১৭, ২০:১৮
অ- অ+
ফাইল ছবি

নাটোরের সিংড়ায় গদাই নদীতে ডুবে আব্দুল্লাহ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পুঠিমারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ একই এলাকার আবু বক্কারের ছেলে এবং পুঠিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুর আলম ও নিহতের চাচা মুক্তার হোসেন জানান, দুপুরে আব্দুল্লাহসহ গ্রামের ছেলেরা গদাই নদীতে গোসল করতে যায়। গোসল শেষে অন্য ছেলেরা বাড়িতে ফিরলেও আব্দুল্লাহ আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজনসহ গ্রামের লোকজন আব্দুল্লাহর খোঁজাখুজি শুরু করে। এরই এক পর্যায়ে গ্রামের লোকজন নদীতে জাল ফেললে নদী থেকে আব্দুল্লাহর মৃতদেহ উদ্ধার করা হয়।

দরিদ্র পরিবারের ছেলে হওয়ার গ্রাম প্রধানদের কথায় ময়না তদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানা যায়।

(ঢাকাটাইমস/০৩জুন/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউ অনির্দিষ্টকাল, শুক্রবার দুপুরে তিন ঘণ্টার বিরতি
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা