যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন ২৫ জুন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০১৭, ১০:২৮
অ- অ+

যুক্তরাষ্ট্রে ঈদ কবে হবে সেটার ঘোষণা হয়ে গেছে। আগামী ২৫ জুন রবিবার সেখানে মুসলমানদের দুই প্রধান উৎসবের একটি উদযাপিত হবে বলে জানিয়েছে ওয়াশিংটনের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান অ্যাডাম সেন্টার।

গত ২৭ মে থেকে দেশটিতে রমজান মাস শুরু হয়েছে এবং শেষ হবে ২৪ জুন শনিবার। মুসলিম প্রধান দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপনের ঘোষণা দেয়া হলেও আধুনিক বিজ্ঞানের যুগে চাঁদ উঠার বিষয়টি আগেই জানা যায়।

মুসলিম প্রধান দেশ না হলেও যুক্তরাষ্ট্রেও ঈদুল ফিতর উদযাপন হয় জাকজমকের সঙ্গেই্। পুরো রমজান মাস ধরে কেনাকাটা চলে। নতুন পোশাক কেনা হয় সাধ্যমতো। ঈদের দিন ঘরে ঘরে বিশেষ খাবারের প্রস্তুতিও রয়েছে। এই দিনটিতে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে মুসলমানরা আবদ্ধ করে সবাইকে। বন্ধুদের আপ্যায়ন চলে দিনভর।

ঈদের জামাত হয় বিভিন্ন মসজিদে। ঈদের নামাজের পূর্বেই ফিতরা আদায়ের বিধান পালন করেন সে দেশের মুসলিমরা। ইসলামী বিধান অনুযায়ী নির্দিষ্ট করা থাকে সেখানেও। সাধারণত ফিতরা পরিমাণ আটা বা অন্য শস্যের (যব, কিশমিশ) মূল্যের ভিত্তিতে এটা হিসাব করা হয়। সচরাচর আড়াই কেজি আটার স্থানীয় মূল্যের ভিত্তিতে ন্যূনতম ফিতরার পরিমাণ নিরূপণ করা হয়।

চলতি বছর যুক্তরাষ্ট্রে জন প্রতি ফিতরার সর্বনিম্ন হার নির্ধারণ করা হয়েছে ১০ ডলার এবং সর্বোচ্চ ১৫ ডলার। যে কেউ ইচ্ছা করলে সর্বনিম্ন এই হার থেকে সর্বোচ্চ হারে ফিতরা আদায় করতে পারবেন। স্থানীয় দরিদ্রদের মধ্যে এটি বিতরণ করা হয়। কেউ কেউ আবার দেশেও পাঠিয়ে দেন ফিতরা।

ঢাকাটাইমস/১৬জুন/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো আলোচনা হচ্ছে: আলী রীয়াজ
পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা