মাগুরায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৭, ২০:০৪
অ- অ+

মাগুরা-ফরিদপুর মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার চালক নিহত হয়েছেন। এঘটনা আহত হয়েছেন হেলপারসহ আরও দুজন।

শনিবার সকাল সাতটার দিকে মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রকচালক হলেন- সেলিম বিশ্বাস (৪০)। আহতরা হলেন- হেলপার জাকির হোসেন ও ট্রাকে থাকা মালামালের মালিক মাগুরা শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা জাহিদ রিজভীর শ্যালক খালেদ হোসেন (৩০)।

আহতদের মধ্যে খালেদ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রাকের হেলপার জাকির হোসেনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার জাহিদ রিজভীর বাসার মালামাল নিয়ে শুক্রবার গভীর রাতে ঢাকা থেকে ট্র্াকটি মাগুরার উদ্দেশ্য ছেড়ে আসে। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সেলিম বিশ্বাস (৪০) নিহত হয়। এছাড়া ট্রাকের হেলপার জাকির হোসেন ও ট্রাকে থাকা মালামালের মালিক মাগুরা শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা জাহিদ রিজভীর শ্যালক খালেদ হোসেন (৩০) আহত হন।

(ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা