বন্যার্তদের সর্বোচ্চ সহায়তা দেয়া হবে: খালিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৭, ১৮:১৮

বন্যা দুর্গতদের পাশে সরকার ও আওয়ামী লীগ রয়েছে জানিয়ে দুর্গত পরিবারগুলোকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বলেছেন, প্রয়োজন অনুযায়ী প্রতিটি পরিবারকে পুনর্বাসন করা হবে। যাদের ঘর-বাড়ি নষ্ট হয়েছে তাদের ঘর করে দেয়া হবে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে; সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ হচ্ছে। সেনাবাহিনীর কয়েকটি দল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সোমবার তিনি জেলার বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের খোঁজখবর নেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। বন্যায় নিহতদের কয়েক জনের জানাজায়ও অংশ নেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান দিনাজপুর-২ আসনের এ সংসদ সদস্য।

ত্রাণ তৎপরতার এক পর্যায়ে বিরল উপজেলার কাঞ্চন ব্রিজের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালিদ মাহমুদ। বন্যা দুর্গতদের সমবেদনা জানিয়ে তিনি বলেন, আপনার একা নন, নিজেদের অসহায় ভাববেন না। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আপনাদের খোঁজ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে।

খালিদ বলেন, স্থানীয় প্রশাসনের সব কর্মকর্তাকে ত্রাণতৎপরতা আরও জোরদার করতে ত্বরিত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

খালিদ মাহমুদ বলেন, কিছু দুষ্কৃতিকারী বাঁধ ও রাস্তা কেটে দেয়ায় বন্যার পানি লোকালয়কে প্লাবিত করেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলার পর এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় প্রশাসনের কর্তা ব্যক্তি, সেনা সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

এই বিভাগের সব খবর

শিরোনাম :