মাদক কারবারিদের দুপক্ষের গোলাগুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২১ জুলাই ২০১৮, ১৮:০৩
অ- অ+

দিনাজপুরের পাবর্তীপুরে মাদক কারবারিদের দুপক্ষের গোলাগুলিতে আব্দুর রহিম (৪৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি শ্যুটার গান, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোর সোয়া ৩টার দিকে পাবর্তীপুর বিলাইচন্ডী হাসের ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী আব্দুর রহিম পাবর্তীপুর পৌর এলাকার রেল গেইট নামক এলাকার গোলাপ নবী হাবুর ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল আলম প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোর সোয়া ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাবর্তীপুর বিলাইচন্ডী হাসের ডাঙ্গা এলাকায় টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর দু গ্রুপের বন্ধুকযুদ্ধ চলছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে আব্দুর রহিম (৪৬)কে গুলিবিদ্ধ আহত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তাকে চিকিৎসার জন্য নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শ্যুটার গান, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ।

নিহত আব্দুর রহিমের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপালের মর্গে পাঠানো হছেছ।

ঢাকাটাইমস/২১জুলাই/এসএস/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিদিন হাঁটলে সুগার-কোলেস্টেরল মুঠোয় থাকবে, বাড়বে না ওজন
ডায়াবেটিস নিরাময় করে ভেষজ মহৌষধি আমলকি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৪- ভালোবাসা যেখানে থেমে থাকে না
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা