অশোভন ইঙ্গিত করায় সোহেল তানভীরকে জরিমানা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১১:১৮| আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১১:৪০
অ- অ+

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে অশোভন ইঙ্গিত করায় গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা পাকিস্তানি পেসার সোহেল তানভীরকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মধ্যকার ম্যাচটিতে। এই ম্যাচে ছয় উইকেটে জয় পায় গায়ানা।

ম্যাচে তখন সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ব্যাট করছিল। ইনিংসের ১৭তম ওভারে বোলিংয়ে ছিলেন সোহেল তানভীর। ওভারের তৃতীয় বলে সোহেল তানভীরকে ছক্কা হাঁকান বেন কাটিং। চতুর্থ বলে বেন কাটিং বোল্ড হন। উইকেট শিকার করার পর দুই হাতের মধ্যাঙ্গুলি প্রদর্শন করেন সোহেল তানভীর।

সিপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বোলার তার দোষ স্বীকার করেছেন। ম্যাচ রেফারি ডেনাভন হেলেস তাকে শাস্তি দিয়েছেন।

এই ম্যাচে সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। পরে গায়ানা আমাজন ওয়ারিয়র্স ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ম্যাচটিতে সোহেল তানভীর চার ওভার বল করে ২৪ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
আবারো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’ সেই ব্যাংক কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা