সংঘর্ষ থামাতে গিয়ে যুবক নিহত, বাড়ি-ঘরে আগুন

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৮, ২০:৩৮

তুচ্ছ ঘটনা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কামাল নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় ১০টি বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বেলাব উপজেলার সররাবাদ গ্রামে রবিবার দুপুরে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, ওই গ্রামের কায়া বাড়ির সেলিম মিয়া নামে এক সিএনজি চালক শনিবার রাতে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে তার নিজ বাড়ি ফেরার পথে একই গ্রামের নয়ন বেপারির বাড়ির মোস্তফা মিয়ার ঘরের সাথে ধাক্কা লাগে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলে গ্রামবাসী তা মীমাংসা করে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও সিএনজি চালক সেলিম মিয়া ও তার বাড়ির লোকজন প্রতিপক্ষ মোস্তফা মিয়ার বাড়িতে রবিবার সকালে হামলা চালায় এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয় এবং সেলিম মিয়ার বাড়িসহ কায়া বাড়িতে দুপুরে গ্রামবাসী হামলা চালায় এবং ১০ বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এসময় পাশের সাহেব বাড়ির লোকজন বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে গেলে কামাল নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। আহত কামালকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পথে রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে মারা যান।

কামাল ওই গ্রামের সাহেব বাড়ির মজনু মিয়ার পুত্র বলে জানা গেছে।

বেলাব থানার ওসি জাবেদ মাহমুদ জানান, উত্তেজনা থামাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপর দিকে নিহতের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/বিএবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলির চাপায় বাবা-ছেলে নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

শ্রীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :