ব্রাহ্মণবাড়িয়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৪:২৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করেছে জেলা বিএনপি।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অবিযোগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

সংবাদ সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে বিএনপির নেতা বলেন, ‘আসন্ন নির্বাচনে বিএনপির নিশ্চিত বিজয় ঠেকানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা পুরো নির্বাচনী এলাকায় ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলছে। যেখানেই ধানের শীষের জোয়ার সেখানে বিএনপির প্রচারণায় বাধা দেয়া হচ্ছে।’

খোকন আরও অভিযোগ করেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণায় হামলা, অফিস ভাঙচুরসহ তা-ব চালানো হচ্ছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :