কুমিল্লায় ভোট বাক্স ছিনতাই, গুলিতে এলডিপি কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:১২
অ- অ+

কুমিল্লার চান্দিনায় ভোটের বাক্স ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের গুলিতে এলডিপি কর্মী নিহত হয়েছেন। নাঙ্গলকোটে হামলায় প্রাণ হারিয়েছেন বিএনপি কর্মী। এই ঘটনায় অভিযোগ উঠেছে যুবলীগের বিরুদ্ধে।

রবিবার সকাল সাড়ে নয়টার দিকে কুমিল্লা-১০ আসনে নাঙ্গলকোট এলাকার মুরগাঁও ভোট কেন্দ্রের কাছে হামলা হয় বিএনপি কর্মী বাচ্চু মিয়ার ওপর।

বিএনপির অভিযোগ, বাচ্চু কেন্দ্রে গেলে তার ওপর হামলা করে যুবলীগের কর্মীরা। সকাল সাড়ে নয়টার সময়ে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

বাচ্চু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আশরাফ।

কুমিল্লা-৭ আসনের চান্দিনা এলাকায় ভোটের বাক্স ছিনিয়ে নেওয়ার সময়ে পুলিশের গুলিতে নিহত হন এলডিপির কর্মী মুজিব। পুলিশ জানায়, চান্দিনা পশ্চিম বেলাশ^র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থকে বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল মুজিব। পুলিশ গুলি করলে তিনি আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা