গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ নৌ-ডাকাত নিহত

মুন্সীগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫১ | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৭

মুন্সীগঞ্জের সদর উপজেলার মহাকালী ইউনিয়নে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম হুমায়ন বেপারী। পুলিশ জানিয়েছে, নিহত হুমায়ন নৌ-ডাকাতিসহ ৬টি মামলার আসামি।

শনিবার দিবাগত রাত দুইটায় স্থানীয় বাগেশ্বর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ছোরা উদ্ধার করেছে।

নিহত হুমায়ন উপজেলার বাংলাবাজার ইউনিউনের কালির চর এলাকার মোহন বেপারীর ছেলে। পুলিশ জানায়, শনিবার রাত ১০টায় সদর উপজেলার মুক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তারে করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে রাত দেড়টায় অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশের একটি দল।

বাগেশ্বর এলাকায় গেলে সেখানে আগে ওৎপেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে বেশকিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে গোলগুলি চলে।

একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে পরে থাকা হুমায়নকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, নৌ-ডাকাতিসহ ছয় মামলার আসামি হুমায়নের লাশ বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :