তেঁতুলিয়ায় ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৮
অ- অ+

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ির পাশের ডোবা থেকে আরাফাত হোসেন (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরাফাত তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী এলাকার একরামুল হোসেনের ছেলে।

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, ২১ ফেব্রুয়ারি দুপুরে আরাফাত হোসেন বাড়ির পাশে খেলতে যায়। দুপুর ২টার পর থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। কোন খোঁজ না পেয়ে রাতে তেঁতুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবারের লোকজন। শনিবার দুপুরে তেঁতুলিয়া থানা পুলিশ স্থানীয় লোকজন নিয়ে শিশুটির বাড়ির চারপাশে খোঁজা শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় নেমে তল্লাশি করে শিশুটির লাশ উদ্ধার হয়।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, শিশুটির লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে।।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা