লালমনিরহাটে মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৮
অ- অ+

জেলার সদর উপজেলায় দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। ২৪ ফেব্রুয়ারি সকালে নিখোঁজ হলেও এখনো তাদের খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় সদর থানায় মঙ্গলবার সন্ধ্যায় পৃথক দুটি জিডি করেছেন ছাত্রদের অভিভাবকেরা।

নিখোঁজ ছাত্ররা হলো- হাড়িভাঙ্গা তা’লীমুল ইনসান হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের ইউসুফ আলী (১৪) ও রুকাইয়াত ইসলাম (১৬)।

জিডি সূত্রে জানা গেছে, উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকিস গ্রামের ছাদেক হোসেন খোকার ছেলে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র ইউসুফ আলী। তিন থেকে চার বছর ধরে ওই মাদ্রাসায় পড়ে দুই পারা কোরআনের হাফেজ হয়েছে। নিখোঁজ অপর আবাসিক ছাত্র রুকাইয়াত ইসলামের বাড়ি জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামে। তার বাবা শরিফুল ইসলাম। সেও ৪-৭ বছর পড়ে পাঁচ পারা কোরআনের হাফেজ হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ নূর আলম সিদ্দিকী দুই ছাত্র নিখোঁজের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে এবং পুলিশ সুপার এসএম রশিদুল হককে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা