ক্রিকেট স্ট্যাম্প দিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০১৯, ১১:৫১| আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৫:০৫
অ- অ+

কুমিল্লায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে সাজ্জাতুল ইসলাম (১৬) নামে এক তরুণকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সাজ্জাতুল কুমিল্লা নগরীর ২০ নং ওয়ার্ডের দিশাবন্দ গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের ছেলে। তাকে অভিযুক্ত হত্যাকারী ইউসুফ নগরীর চর্থা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিশাবন্দ গ্রামে ক্রিকেট খেলায় বাকবিতণ্ডার একপর্যায়ে সাজ্জাতুলকে স্টাম্প দিয়ে আঘাত করে অভিযুক্ত ইউসুফ। আঘাতে সাজ্জাতুল ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। শনিবার দিবাগত রাতে সাজ্জাতুল ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। রবিবার তার মরদেহ বাড়িতে আনা হয়েছে।

অভিযুক্ত ইউসুফের মামা মোশারফ হোসেন স্টাম্প দিয়ে আঘাতের বিষয় স্বীকার বলেন, ক্রিকেট খেলায় বাকবিতণ্ডার এক পর্যায়ে সাজ্জাতকে স্টাম্প দিয়ে আঘাত করে অভিযুক্ত ইউসুফ।

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর সুরুজ মিয়া জানান, প্রবাসী শফিকুল ইমলামের ছেলে নিহত সাজ্জাদের বাড়িতে সকালে গিয়েছি। ছেলেটি গতরাতে ঢাকায় মারা গিয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, বিষয়টি অবগত হয়েছি। তবে এ বিষয়ে কোনো মামলা হয়নি। থানায় অভিযোগ হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/১০মার্চ/ওআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা