নিখোঁজ গৃহবধূর লাশ মিলল মাছের ঘেরে

বাগেরহাট প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০১৯, ১২:৪৭
অ- অ+
ফাইল ছবি

বাগেরহাটে নারজিনা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের আশিকুর রহমানের মাছের ঘের থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নারজিনা বেগম সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পূর্ব কাড়াপাড়া গ্রামের মোহম্মদ আলী শেখের স্ত্রী। রবিবার রাতে ঘরের বাইরে শৌচাগারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দিন বলেন, রবিবার রাতে তার স্ত্রী নারজিনা বেগম ঘরের বাইরে শৌচাগারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন মোহম্মদ আলীর বাড়ি থেকে তিন থেকে চারশ গজ দূরে স্থানীয় আশিকুর রহমানের মাছের ঘেরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওই গৃহবধূর ঘাড়ে (ডানবাহু) ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৮মার্চ/প্রতিনিধি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগরকান্দায় আগুনে ২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা
চাঁদপুরে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা