মগবাজারে ট্রেনের ধাক্কায় আনসার সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ২০:১৪
অ- অ+

রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকার রেলগেটে ট্রেনের ধাক্কায় আহত হয়ে এক আনসার সদস্য হাসপাতালে মারা গেছেন। তার নাম মোশাররফ হোসেন।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঢাকা মহানগর পুলিশের রমনা থানায় কর্মরত ছিলেন।

নিহত মোশাররফের ভগ্নিপতি মোরশেদ আলম বলেন, আজ দুপুর দুইটার দিকে খিলগাঁওয়ের বাসা থেকে রেললাইন দিয়ে হেঁটে মগবাজারের দিকে যাচ্ছিলেন মোশাররফ। ওই সময় দুই দিক থেকে আসা ট্রেনের মাঝখানে পড়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত মোশাররফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে মারা যান তিনি।

এক ছেলে ও দুই মেয়ের বাবা মোশাররফ হোসেন খুলনা জেলার রুপসা থানার মৃত হোসেন আলীর ছেলে। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, দুপুরের দিকে মোশাররফ হোসেন দুর্ঘটনার শিকার হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২০মার্চ/এএ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা