এবার বাবুলকে কটাক্ষ মুনমুনের

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০১৯, ০৯:০৪
অ- অ+

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গত ১২ মার্চ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সভাপতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে তিনি অভিনেত্রী মুনমুন সেনকে আসানসোলে প্রার্থী করেন।

এই আসনে ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী বর্তমান সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী গায়ক বাবুল সুপ্রিয়। মমতা প্রার্থী তালিকা ঘোষণার পরের দিনই টুইটারে মুনমুনকে কটাক্ষ করেন বলিউড গায়ক বাবুল। তিনি বলেন, ‘‘মমতাজি, আসানসোলে সব সময় আমাকে সেন-সেশনাল প্রতিদ্বন্দ্বী উপহার দেন। ২০১৪ সালে দোলা সেন, এবার মুনমুন সেন।’

বাবুলের এমন কটাক্ষের জবাবে মুনমুন সে সময় কিছু না বললেও ওইদিনই বিজেপি সাংসদকে একহাত নেন মমতা ব্যানার্জী। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাবুল মনে হয় মুনমুনকে ভয় পাচ্ছে। তাই তাকে সেনসেশনাল বলছে।’ এছাড়া নাম উল্লেখ না করে বলিউডের জনপ্রিয় এই গায়ককে মমতা ‘আনকালচার্ড’ বলে উল্লেখ করেন।

এবার একটু দেরিতে হলেও বাবুলের সেই কটাক্ষের জবাব দিলেন মুনমুন সেনও। রবিবার আসানসোলে নির্বাচনী প্রচারে নেমেছিলেন কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন। সেখানে তিনি প্রতিপক্ষ প্রার্থী বাবুল সুপ্রিয়কে উদ্দেশ্য করে বলেন, ‘শুধু গান শুনিয়ে উন্নয়নের কাজ হয় না।’

আসানসোলে ভোটের আগে প্রচারপর্বেই গায়ক বনাম অভিনেত্রীর জোরদার লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। রবিবার রানিগঞ্জের অমৃতনগর কোলিয়ারিতে কর্মীসভায় মুনমুনের সভা ঘিরে জনসমাগম সেটা আরও একবার প্রমাণ করেছে। এদিন বাবুলের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষ আপনার হিন্দি গান শুনতে ভালোবাসে। আমি গাইতে জানি না। না হলে শুনিয়ে দিতাম। কিন্তু শুধু গান শুনিয়ে উন্নয়ন হয় না।’

জনগণকে সাবধান করে মুনমুন বলেন, ভোট কেনার জন্য অনেক টাকার প্রলোভন আসবে। টাকা নিলেও ভোট যেন তারা মমতা ব্যানার্জীকেই দেন। তার এই মন্তব্য যে বিতর্কের জন্ম দেবে তাও অনুমান করেন মুনমুন। বলেন, ‘আমার এই মন্তব্য কাল হয়তো খবরের কাগজে বেরোবে, আমাকে গালাগালিও দেবে। তবে যা হয় হোক, তোমরা দিদিকে ভুলো না।’

মুনমুন সেন গতবার প্রার্থী ছিলেন বাঁকুড়ায়। সেখানে এবার তৃণমূল থেকে প্রার্থী করা হয়েছে রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। বাবুল সুপ্রিয়র সঙ্গে টক্কর দেয়ার জন্য মুনমুনকে পাঠানো হয়েছে আসানসোলে। এই আসনে দুই প্রতিপক্ষ পরস্পরকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে বিভিন্ন কৌশল রপ্ত করছে মুনমুন-বাবুল দুজনেই।

ঢাকাটাইমস/২৫মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
বাংলাদেশ আইসিসি থেকে সুখবর পেল
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা