মাদারীপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০১৯, ১১:০০
অ- অ+

মাদারীপুরে এক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লিমন মজুমদার। তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

সোমবার সকালে পৌর শহরের আমিরাবাদ এলাকার লিয়াকত আলীর নিমার্ণাধীন ভবনের দোতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে মৃতদেহ মাদারীপুর মর্গে পাঠানো হয়। তবে লিমনের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আমিরাবাগ এলাকার মিলন সিনেমা হলের পেছনে লিয়াকত আলীর নির্মাণাধীন ভবনের দোতলায় লিমন মজুমদারের গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়। এসময় লিমনের গলায় গামছা পেচানো থাকলেও দুপা মাটির সঙ্গে লেগে ছিল। এতে তার পরিবার দাবি করছে, পূর্ব পরিকল্পিতভাবে কেউ হত্যা করে রেখে গেছে।

লিমন মজুমদার সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে। তিনি ছাত্রলীগের সহ-সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার এই রহস্যজনক মৃত্যতে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

লিমনের বাবা বাবুল মজুমদার ঢাকাটাইমসকে বলেন, ‘কিছুদিন যাবত লিমনের সাথে পরিবারের সাথে একটু ঝামেলা হচ্ছিল। এই কারণে মাঝে মাঝেই লিমন বাড়িতে থাকতো না। কেউ পরিকল্পিতভাবে লিমনকে হত্যা করে ঝুলিয়ে রেখে গেছে। এটা হত্যা, আত্মহত্যা না। আমি আইনগত ব্যবস্থা নেব।’

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে লিমনের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/২৫মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা