বিশ্বের সেরা স্টাইলিশ মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ১০:০৫

বাজারে আসার পর থেকে ডিজাইন ও পারফর্মেন্সে নজর কেড়েছিল ডুকাতি ডিয়াভেল। ক্রুজার স্টাইলের এই মোটরসাইকেলে রয়েছে দুর্দান্ত সেক্স অ্যাপিল আর মাসকিউলার ডিজাইন। এবার ‘সেরার সেরা' ডিজাইন অ্যাওয়ার্ড জিতে নিল এই মোটরসাইকেল।

মোট সাড়ে পাঁচ হাজার মোটরসাইকেলের মধ্যে সেরা ডিজাইনের শিরোপা জিতে নিয়েছে ডুকাতি ডিয়াভেল। ৪০ জন বিচারকের ভোটে সেরার শিরোপা জিতেছে এই মোটরসাইকেল। একই সঙ্গে রেড ডট পুরস্কার জিতল বাইকটি।

২০১৯ সালে ডিজাইন ডুকাতি ডিয়াভেল ১২৬০ মডেলের বাইকটিতে আছে ১২৬২ সিসির ইঞ্চিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৫৯ বিএইচপি শক্তি এবং ১২৮ নিউটন মিটার টর্ক পাওয়া যায়।

তিনটি আলাদা রাইডিং মোডে এই মোটরসাইকেল চালানো যাবে। প্রত্যেক মোডে আলাদা ভাবে কাজ করবে এই মোটরসাইকেলের ইঞ্জিন। থাকছে ট্র্যাকশন কন্ট্রোল, হুইলি কন্ট্রোল আর অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

এই মোটরসাইকেলের এস ভার্সনে রয়েছে একটি টিএফটি ডিসপ্লে। আছে সম্পূর্ণ এলইডি লাইটিং। থাকছে অ্যাডজাস্টেবেল ৪৮ মিমি ফর্ক আর রিয়ার শক। মোটরসাইকেলের সামনে থাকছে ৩২০ মি.মি. ডিস্ক ব্রেক। মোটরসাইকেলের সামনে থাকছে ২৬০ মি.মি. ডিস্ক ব্রেক।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :