লেবাননে আ.লীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন

ওয়াসীম আকরাম, লেবানন
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৯, ২২:৪৭

লেবাননে আওয়ামী লীগের দুটি পক্ষ পৃথকভাবে মহান স্বাধীনতা দিবস পালন করেছে।

লাইলাকির কামাল হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগে লেবানন শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভা এবং পূর্নাঙ্গ কমিটির অভিষেক হয়েছে।

লেবানন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা দুলা মিয়া, প্রেসিডিয়াম সদস্য গাউস শিকদার, আশফাক তালুকদার, সভাপতিমণ্ডলীর সদস্য ইস্কান্দার আলী মোল্লা, আনোয়ার হোসেন চৌকদার, নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন জয়, শ্রমিকলীগের সভাপতি রানা ভুইয়াসহ অনেকে।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিফোনের মাধ্যমে লেবাননের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- সিলেট-৬ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্যা ও বাংলাদেশ মেয়র অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আজমত উল্লাহ খান।

বক্তব্য রাখেন- মিলন সরকার, সুজাত মিয়া, আতিকুর রহমান, ফজলু মিয়া, বাবুল মিয়া, শেখ বাবুল, শেখ ফরিদ, মিজান মোল্লা, কাজল মিয়া, নয়ন মিয়া, বাদল মিয়া, রিয়াজুল ইসলাম, আব্দুল করিম, শামীম আহমেদ, আতাউর রহমানসহ অনেকে।

এদিকে রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৈরুতের সালেম সালাম এলাকার আল মোসাব্বিহ জামে মসজিদের হল রুমে এই আয়োজন করা হয়।

লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবুল মুন্সির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু ও যুগ্ন সম্পাদক আলমগীর ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ সভাপতি সুফিয়া আক্তার বেবী, মোহাম্মদ আলী, জামাল হোসেন, তাইজুল ইসলাম, রুহুল আমীন, লেবানন শ্রমিকলীগের সভাপতি ওসমান গনী, যুগ্ম সম্পাদক রেজাউল করিমসহ অনেকে।

পাশাপাশি অত্র অনুষ্ঠান থেকে ঢাকার অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদেনা জানানো হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রচার সম্পাদক মহসিন মৃধা, দপ্তর সম্পাদক শাহিন মির্জা, হাইছাড়া শাখার সভাপতি মোহাম্মদ শুভ, সহ-সভাপতি নাজমুল ভূইয়া, মনসুরিয়া শাখার সভাপতি আনোয়ার হুসেন, সহ-সভাপতি লালন, রায়হান, সাংগঠনিক সম্পাদক লালন ফকির, মাজরা টিসু শাখার প্রচার সম্পাদক নূর আলম, মারিলিয়াস শাখার সাংগঠনিক সম্পাদক আলামিন, আলবুরুজ শাখার সাধারণ সম্পাদক লিটন মিয়া ও শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা জাকির হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক মিয়া মো. মোমেন, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম হাজারী, মাজরা টিসু শাখার সাধারণ সম্পাদক সোহাগ, মহিলা সম্পাদিকা সাথী আক্তার, মারিলিয়াস শাখা কমিটির প্রধান উপদেষ্টা সেলিম মিয়া, সভাপতি সোহাগ রাজ, শ্রমিকলীগের উপদেষ্টা সিরাজ, সভাপতি ওসমান গণি ও মহিলা সম্পাদিকা শেফালী বেগমসহ অনেকে।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :