আইপিএলের ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড যোসেফের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৯

আইপিএলে ব্যাটসম্যানদের রাজত্বের মাঝে বল হাতে স্বপ্নের অভিষেক এক ক্যারিবিয়ানের। আইপিএল অভিষেকেই টুর্নামেন্টের রেকর্ডবুকে নাম তুলে ফেললেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিয়ান পেসার আলজারি যোসেফ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচের মাধ্যমে আইপিএলে অভিষেক হয় যোসেফের। তিনি খেলতে নামেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ম্যাচে হায়দ্রাবাদ হারে ৪০ রানে।

অভিষেক ম্যাচ খেলতে নেমে বিপক্ষ দলের ব্যাটিং লাইন আপে ধস নামান ২৩ বছর বয়সী পেসার আলজারি যোসেফ। মাত্র ১২ রান খরচ (একটি মেডেন সহ) করে ৬টি দামি উইকেট তুলে নেন তিনি। আর এতেই আইপিএলের রেকর্ডবুকে নাম তুলেছেন নবাগত পেসার।

এর আগে আইপিএলের সর্বকালীন সেরা স্পেল ছিল পাকিস্তানি ক্রিকেটার সোহেল তনভীরের। আইপিএলের প্রথম মৌসুম অর্থাৎ ২০০৮ সালে জয়পুরে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে রাজস্থানের হয়ে ১৪ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তনভীর। ১১ বছর আগের সেই রেকর্ডই শনিবার ভেঙে দেন আলজারি। ম্যাচে ১২ রানে খরচ করে ৬ উইকেট পান ডানহাতি পেসার। উপলে শনিবার রাতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তাঁর স্পেলই এখন আইপিএলের ইতিহাসের সর্বকালের সেরা বোলিং রেকর্ড।

আইপিএলের সেরা বোলিং

আলজারি যোসেফ (মুম্বাই)– প্রতিপক্ষ: হায়দ্রাবাদ, ৬/১২, ২০১৯ সাল

সোহেল তানভীর (রাজস্থান)–প্রতিপক্ষ: চেন্নাই, ৬/১৪, ২০০৮ সাল

অ্যাডাম জাম্পা (পুনে)–প্রতিপক্ষ: হায়দ্রাবাদ, ৬/১৯, ২০১৬ সাল

অনিল কুম্বলে (ব্যাঙ্গালোর)–প্রতিপক্ষ: রাজস্থান, ৫/৫, ২০০৯ সাল

ইশান্ত শর্মা (ডেকান)- প্রতিপক্ষ: কোচি , ৫/১২, ২০১১ সাল

লসিথ মালিঙ্গা (মুম্বাই)– প্রতিপক্ষ: ডেকান, ৫/১৩, ২০১১ সাল

অঙ্কিত রাজপুত (পাঞ্জাব)–প্রতিপক্ষ: হায়দ্রাবাদ, ৫/১৪, ২০১৮ সাল

সেই সঙ্গে এদিন আইপিএলে বল হাতে অভিষেক ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েন আলজারি যোসেফ।

এক নজরে রেকর্ড:

আলজারি যোসেফ– ৬/১২, ২০১৯ সাল

অ্যান্ড্রু টাই– ৫/১৭, ২০১৭ সাল

শোয়েব আক্তার– ৪/১১, ২০০৮ সাল

(ঢাকাটাইমস/৭ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :