বিস্কুটের লোভ দেখিয়ে প্রতিবন্ধীকে বৃদ্ধের ‘ধর্ষণ’

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৯, ১৭:০৩
অ- অ+

নওগাঁর রাণীনগরে বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী এক মেয়েকে (২৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে বৃদ্ধের বিরুদ্ধে। বিস্কুট খাওয়ানোর কথা বলে ওই প্রতিবন্ধীকে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। উপজেলার আতাইকুলা পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাণীনগর থানায় একটি মামলা করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার আতাইকুলা পালপাড়া গ্রামের ষাট বছরের বৃদ্ধ গোবিন্দ চন্দ্র ওরফে সুটকা বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একই গ্রামের এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী মেয়েকে বিস্কুট খাওয়ানোর কথা বলে কৌশলে বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে ছেড়ে দিলে মেয়েটি বাড়িতে এসে ইশারায় ধর্ষণের কথা বলে এবং প্রচণ্ড ব্যথা অনুভবের কথা বলে। বিষয়টি ধীরে ধীরে জানাজানি হয়। পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালান প্রভাবশালী ব্যক্তিরা। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে শুক্রবার সকালে গোবিন্দকে আসামি করে ধর্ষণ মামলা করেন।’

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেলিম জানান, ‘ধর্ষণের ঘটনায় দুপুরে মেয়েটিকে মেডিকেল চেকআপ সম্পন্ন করা হয়েছে।’

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, ‘মেয়েটি বাক, বুদ্ধি ও কিছুটা শারীরিক প্রতিবন্ধী। ধর্ষক গোবিন্দের বাড়িতে কেউ না থাকায় মেয়েটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ওই বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে ঘটনার পর থেকেই ধর্ষক পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা