ঠাকুরগাঁওয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৯, ২২:৪৫

সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় করাসহ ধানের লাভজনক মূল্য নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখা।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ শাখার আয়োজনে ডাক বাংলো চত্বর থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভে বক্তব্য দেন- উপজেলা কৃষক-ক্ষেত মজুর সংগ্রাম কমিটির আহবায়ক অধীর কুমার রায়, সদস্য সচিব মোর্তাজা আলম প্রমুখ।

পরে পরীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, সার-ডিজেল-বীজ-কীটনাশক ও বিদ্যুতের দাম ক্রমাগত বৃদ্ধির কারণে ফসল উৎপাদন ব্যয় বাড়া এবং সরকারি ক্রয় ব্যবস্থাপনা কৃষকের অনুকূলে না থাকায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ধানসহ অন্যান্য ফসলের লাভজনক দাম নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়, সার-বীজ-কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানোসহ বোরো মৌসুমে ধান আমদানি স্থগিত করার দাবি জানানো হয়।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :