আইপিএলে অনন্য রেকর্ড ধোনির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০১৯, ১৩:৫৯
অ- অ+

মুম্বাইয়ের কাছে থ্রিলার ম্যাচে হেরে আইপিএল খেতাব হাতছাড়া হয়েছে৷ তবে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফাইনালের মঞ্চেই গড়ে ফেলেছেন নতুন আইপিএল রেকর্ড৷ ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসাবে নিজেকে আগেই প্রতিষ্ঠিত করেছেন মাহি৷ এবার তিনি পরিণত হলেন আইপিএলের ইতিহাসে সব থেকে সফল উইকেট কিপারেও৷

উপ্পলে কুইন্টন ডি’কক ও রোহিত শর্মার ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই আইপিএলে সব থেকে বেশি শিকার ধরের রেকর্ড গড়েন ধোনি৷ তিনি টপকে যান কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিককে৷

ফাইনালে মুম্বই ইনিংসের ৪.৫ ওভারের মাথায় শার্দুল ঠাকুরের বলে কুইন্টন ডি’ককের ক্যাচ ধরেন ধোনি৷ পরের ওভারের দ্বিতীয় বলেই (৫.২) দীপক চাহারের বলে রোহিত শর্মার ক্যাচ দস্তানাবন্দি করেন মাহি৷ রোহিতেক ক্যাচটি ছিল রেকর্ড সূচক৷ এটি তার আইপিএল কেরিয়ারের ১৩২তম শিকার৷

এই নিয়ে আইপিএলে মোট ৯৪টি ক্যাচ ধরেন ধোনি৷ স্ট্যাম্প করেছেন ৩৮টি৷ ক্যাচ ও স্ট্যাম্প মিলিয়ে দীনেশ কার্তিকের আইপিএল শিকারের সংখ্যা ১৩১টি৷ এই তালিকার তিন নম্বরে রয়েছেন নাইট রাইডার্সের পার্টটাইম উইকেটকিপার রবিন উথাপ্পা৷ তিনি ক্যাচ ও স্ট্যাম্প মিলিয়ে ৯০টি শিকার ধরেছেন৷

বিশেষজ্ঞ উইকেটকিপারদের মধ্যে এই তালিকার প্রথম দশে রয়েছেন পার্থিব প্যাটেল (৮২), নমন ওঝা (৭৫), ঋদ্ধিমান সাহা (৭৪), অ্যাডাম গিলক্রিস্ট (৬৭), কুমার সাঙ্গাকারা (৪৩), ঋষভ পন্ত (৪১)ও কুইন্টন ডি’কক (৩৩)৷

(ঢাকাটাইমস/১৩মে/এইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা