গাংনীতে ঝড়ে ভেঙেছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি

মেহেরপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০১৯, ১১:৩১
অ- অ+

মেহেরপুরের গাংনীতে ঘণ্টাব্যাপী চলা কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎহীন হয়েছেন প্রায় চল্লিশ হাজার গ্রাহক।

বুধবার রাত নয়টার দিকে শুরু হওয়া ঝড় ও বৃষ্টিতে এসব গাছপালা ভেঙে যায়। বাতাসে গাছ ভেঙে বৈদ্যুতিক তারের উপর পড়ায় ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটিও। এর ফলে ঝড়ের সময় থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় চল্লিশ হাজার গ্রাহক।

জানা গেছে, কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বুধবার সারাদিনও তীব্র গরম ছিল গাংনীতে। সন্ধ্যার পর আস্তে আস্তে আকাশে মেঘ জমতে থাকে। রাত নয়টার দিকে শুরু হয় কালবৈশাখী ঝড়। সঙ্গে বৃষ্টিও। এ সময় উপজেলার অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়ে। ভেঙে যায় বৈদ্যুতিক খুঁটি। এতে বিপাকে পড়তে হয় চল্লিশ হাজারের মতো বিদ্যুতের গ্রাহককে।

এছাড়া ভারী বৃষ্টিতে ডুবে গেছে নিচু এলাকার বোরো ধানের ক্ষেত। ঝরে পড়েছে গাছের আম। বৃহস্পতিবার সকাল থেকে খুঁটি মেরামতের কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগ।

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিরাপদ দাস জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে শুরু হয়ে ১০টা ৪০ মিনিট পর্যন্ত একটানা ঝড় হয়েছে। এতে একাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। যার ফলে গ্রাহকরা বিদ্যুৎ বিছিন্ন হয়ে আছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে।

ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ
বোনকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজের সাক্ষাৎ
সংযুক্ত আরব আমিরাত থেকে বিনা মাসুলে রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে জনতা ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা