কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

কুমিল্লা প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০১৯, ১৭:১৪
অ- অ+
ফাইল ছবি

কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম নামে ১২ মামলার এক আসামি নিহত হয়েছেন। যিনি মাদক কারবারিও বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বুধবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার সাতরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহিদ আদর্শ সদর উপজেলার সাতরা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রাতে পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি ও সন্ত্রাসী শহিদুলের বাড়িতে অস্ত্র উদ্ধার করতে যায় কোতয়ালি মডেল থানা পুলিশ। পুলিশকে দেখামাত্র মাদক কারবারি শহিদুল ও তার সহযোগীরা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসী শহিদুল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, নিহত সাইফুল পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ১২টি মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, তিনটি কার্তুজ এবং ৬৫২ পিস ইয়াবা উদ্ধার করেছে।

ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা