চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুই কৃষক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০১৯, ২১:০১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রীরাপুর গড়গড়ে এলাকায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরাপুর গড়গড়ে মাঠে ধান কাটার সময় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্ররামপুর গ্রামে হযরত আলীর ছেলে রেজাউল হক (৪৫), একই গ্রামের মোতালেব আলীর ছেলে মোশারফ হোসেন মূসা (৩৪)। আহত ব্যক্তি হলো ওই গ্রামের মৃত জিল্লুর আলী হযরত আলী (৬০)।

বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, তিন কৃষক মাঠে ধান কাটছিলেন। তারা ধান কাটার সময় কাল বৈশাখীর বজ্রপাতে ঘটনাস্থলে দুই জন কৃষক নিহত হন। একজন আহত হন। স্থানীয়রা আহত হযরতকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে মৃত পরিবারগুলো ১০ হাজার টাকা দেয়া হয়।

ঢাকাটাইমস/১৭মে/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :