কাদের স্বার্থে এই ধান ক্রয় করা?

ওবায়দুর রহমান
  প্রকাশিত : ১৯ মে ২০১৯, ২১:২১
অ- অ+

যদি কৃষক নাই জানে তাহলে কাদের স্বার্থে এই ধান ক্রয় করা???? এখানে কাদের স্বার্থ বাস্তবায়ন করা হবে জাতি জানতে চায়?? সরকার ও প্রশাসনের মধ্যে খন্দকার মুস্তাক গং ঘাপটি মেরে আছে তারা পরিস্থিতি তৈরি করছে জননেত্রী শেখ হাসিনার সকল পরিশ্রমকে ম্লান করার জন্য। কোথাও পুলিশ অফিসাররা জনগণের সাথে খারাপ আচরণ করছে! আবার কোথাও আমলারা দরিদ্র মানুষের সাথে মশকরা করছে স্যার না বলায় মৎসজীবীর মাছের ডালায় লাথি মারছে। আবার কোথাও সরকারের দায়িত্বশীল পদে থেকে বড় মন্ত্রী পদ নিয়ে, বলছেন,‘কৃষক পরিস্থিতি তৈরির জন্য ধানে আগুন দিচ্ছে, আবার আরেকজন বলছে, এই মুহূর্তে ধানের দাম বাড়ার সম্ভাবনা নেই, আরেকজন বলছেন, দেশ কানাডা হয়ে গেছে, আবার আরেকজন বললেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে রোহিঙ্গাদের ইন্টারনেট সেবা দেয়া হবে, কেউ বলছেন, রমজানে পণ্যের দাম বাড়বে না। আবার কেউ বলছেন, বাংলাদেশের জার্সিকে যারা পাকিস্তানের সাথে তুলনা করেন তাদের পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেন। আর একজন বলেন, সরকারি চাকরিতে ঢোকার বয়স বাড়ানোর সুযোগ নেই ইত্যাদি ইত্যাদি।’

আরো অনেক উদাহরণ দেয়া যাবে। সকল মন্ত্রণালয়ের কাজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনিটরিং করেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন। মানুষ আশাবাদী হতে হয় ভালো কিছু হবে। কিন্তু সব কিছুতে কিছু মন্ত্রী, আমলা, অতি উৎসাহী নেতা, কিছু অসাধু পুলিশের বাড়াবাড়ির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর পরিশ্রম আজ পণ্ডশ্রমে পরিণত হওয়ার পথে। ঐ সব মন্ত্রী বাহাদুর, আমলা কামলারা যদি অতিকথন বাদ না দেন তাহলে সরকারের ইমেজ নিয়ে জনতার কাছে খারাপ মেসেজ যাবে। সুশাসন সুদূর পরাহত হবে। মানুষের ভোগান্তি বাড়বে বৈ একটুও কমবে না। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী জননী জননেত্রী শেখ হাসিনার নিকট একজন সমর্থক হিসেবে আবেদন- আপনি আপনার মন্ত্রীদের লাগাম টেনে ধরুন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের মাধ্যমে মাঠ প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করে সাধারণ জনতাকে আস্থাশীল হওয়ার সুযোগ দিন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা