নোয়াখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০১৯, ১১:২৯
অ- অ+

নোয়াখালীর পশ্চিম মাইজদী এলাকায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই মো. মিজানের দায়ের কোপে বড় ভাই মাহে আলম নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত মাহে আলম পশ্চিম মাইজদী এলাকার ওলি উল্যার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে সোমবার দুপুরে নিজেদের বাড়িতে তর্কে জড়িয়ে পড়েন নৈশ্যপ্রহরী মো. মিজান ও তার বড় ভাই অটোরিকশা চালক মাহে আলম। এর এক পর্যায়ে ছোট ভাই মিজান উত্তেজিত হয়ে একটি ধারালো দা দিয়ে মাহে আলমকে কুপিয়ে জখম করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ফেনী ও রাতে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে মাহেল আলম খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা