‘আইজ্জ থাইক্কা আর ভিক্ষা করতাম না’

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ
  প্রকাশিত : ১১ জুন ২০১৯, ২২:৩৯
অ- অ+

‘বাপরে এইবা যদি আগে কেউ আমারে হুইল চেয়ার দিত, তাইলে আর ভিক্ষা করতাম না। জন্ম থাইক্কা পঙ্গু থাহায় মাইনষের কাছে আত পাইত্তে খাওন লাগে। আইজ্জ থাইক্কা আর ভিক্ষা করতাম না। আল্লাহ আনহেরারে মঙ্গল করুক।’

এইভাবেই কথাগুলো বলছিলেন কিশোরগঞ্জ একরামপুর সেতুতে ভ্রাম্যমাণ ভিক্ষুক আক্কাছ মিয়া। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসিন্দা।

প্রতিদিন আক্কাছ মিয়া এ সেতুতে বসে ভিক্ষা করতেন।

বিষয়টি জেনে মঙ্গলবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহদী হাসান সরেজমিনে এই ভিক্ষুককে দেখে ভিক্ষাবৃত্তি কাজে নিরুৎসাহিত করেন। তার কর্মস্থানের লক্ষ্যে হাতে একটি হুইলচেয়ার ও ওজন মাপার মেশিন তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সবসময় দেখতাম- শহরের সেতু ও মসজিদের সামনে ভিক্ষারত কিছুসংখ্যক মানুষ। এ ভিক্ষুকদের সদর উপজেলা প্রশাসনের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় শারীরিকভাবে অক্ষমদের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার ও ওজন মাপার মেশিন বিতরণ করা হচ্ছে।

তিনি জানান, সদরে ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তার, সদর উপজেলা পিআইও কাওসার আহমেদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা