নওগাঁয় সড়কে প্রাণ গেল তিন বন্ধুর

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৯, ০৯:১৩| আপডেট : ১২ জুন ২০১৯, ১৪:৫৯
অ- অ+
ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুর উপজেলার নজিপুর রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার নজিপুর রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবার বাড়ি মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে। তারা হলেন- বিজয়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাগর হোসেন, গোলাম রসুলের ছেলে মোহাম্মদ রুহানি এবং দুলাল হোসেনের ছেলে শরিফ উদ্দিন।

জানা গেছে, রাতে বন্ধু সাগরের দুলা ভাইয়ের মোটরবাইকে করে ঘুরতে যায় তিন বন্ধু। মহাদেবপুরে ঘোরাঘুরির পর তাদের নিজ বাড়ি বিজয়পুরে আসছিল তারা। নজিপুর রোডে ওঠার পর অজ্ঞাত এক যানবাহনের সঙ্গে তাদের মোটরসাইলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুহানি ও দুলাল নিহত হন। আহত অবস্থায় শরীফকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর সময় রাস্তায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ধাক্কা দেওয়া যানটিকে এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মহাদেবপুর থানায় এখনো কোনো মামলা করা হয়নি।

ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা