নেত্রকোণায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় একজনের কারাদণ্ড

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০১৯, ২২:১২
অ- অ+

নেত্রকোণায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদোপায় অবলম্বনের কারণে এক পরীক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অসদোপায়ে পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের সহযোগিতা করার অভিযোগে ৩০ জনকে আটক করেছে পুলিশ।

দণ্ডিত পরীক্ষার্থী হচ্ছেন- কেন্দুয়া উপজেলা আরামবাগ এলাকার জাহেদুল ইসলাম। তিনি নেত্রকোণা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

শুক্রবার ২য় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে কারাদণ্ড ও আটকের ঘটনা হয় বলে জানান জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

তিনি জানান, পরীক্ষার নিয়ম বহির্ভূতভাবে স্মার্ট ফোন নিয়ে জাহেদুল ইসলাম পরীক্ষায় অংশ নেন। এ সময় তিনি এই ফোনের মাধ্যমে পরীক্ষা হলের বাইরে থেকে প্রশ্ন পাঠিয়ে উত্তর আনেন। ঘটনাটি নির্বাহী হাকিম মঈন উদ্দিন হাতেনাতে ধরে ফেলার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অপরদিকে কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের উত্তরপত্র পাঠানোর চেষ্টা করছিল ৩০ জন লোক। এদের মধ্যে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী রয়েছেন। গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার টেংগুরি এলাকায় শিল্পপতি শামিম আহমেদের অটো রাইসমিল থেকে তাদের আটক করা হয়।

এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান জেলা প্রশাসক।

(ঢাকাটাইমস/২৮জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার
নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী
ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ অনুমোদন
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা