কুমিল্লার হত্যা মামলায় খালেদার চার্জ গঠন পেছাল

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুন ২০১৯, ১৫:৩৭

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমহনপুরে নৈশকোচে পেট্টোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যা মামলায় হুকুমের আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চার্জ গঠন শুনানি আদালত আবারও পিছিয়েছে। রবিবার চার্জ গঠন শুনানির নির্ধারিত তারিখ থাকলেও তা হয়নি। আদালত আগামী ২১ আগস্ট নতুন তারিখ ধার্য করেছে।

কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর এ আদেশ দেন।

এই মামলায় বেগম খালেদা জিয়া জামিনে আছেন। অন্য মামলায় তিনি জেলহাজতে থাকায় তার আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত সময় মঞ্জুর করেন।

এ মামলার এক নম্বর আসামি জামায়াত নেতা ও সাবেক সাংসদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অপর আসামি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী জামিনে থেকে মামলায় হাজিরা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী কাইয়মূল হক রিংকু।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্টোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

(ঢাকাটাইমস/৩০জুন/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :