দেশে মূল্যস্ফীতি কমেছে দশমিক ৩ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক
| আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:১৪ | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৯, ১৯:০৫
ফাইল ছবি

দেশে মূল্যস্ফীতির হার গত অর্থবছরের চেয়ে দশমিক ৩ শতাংশ কমেছে। আর মূল্যস্ফীতি কমার হার গ্রামের চেয়ে শহুরে এলাকায় বেশি। মূল্যস্ফীতি কমার কারণ হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চাল ও পিঁয়াজের চাহিদার চেয়ে উৎপাদন ও মজুদ বেশি ছিল বলে মূল্যস্ফীতি বাড়েনি।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ব্রিফিং শেষে পরিকল্পনামন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০১৮-১৯ অর্থবছর শেষে দেশে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ। মূল্যস্ফীতর হার সরকারের লক্ষ্যমাত্রার চেয়েও কম ছিল। গত বছর সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৫ দশমিক ৫ শতাংশ।

মাসভিত্তিক মূল্যস্ফীতির পরিসংখ্যানও তুলে ধরেন মন্ত্রী। গত জুনে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমেছে দশমিক ১১ শতাংশ। এই সময়ে সার্বিক মূল্যস্ফতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৫২ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৬৩ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪৯ শতাংশ।

এ সময়ে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমেছে দশমিক ১৩ শতাংশ। ৫ দশমিক ৮৪ শতাংশ থেকে কমে জুনে মূল্যস্ফীত দাঁড়ায় ৫ দশমিক ৭১ শতাংশে।

পরিকল্পনামন্ত্রী বলেন, গত অর্থবছরে চাহিদার চেয়ে নিত্যপণ্যের উৎপাদন ও সরবরাহ বেশি থাকায় দাম কম ছিল। বিশেষ করে চাল, পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন খাদ্যপণ্যের উৎপাদন ও সরবরাহ বেশি থাকায় মূল্যস্ফীতি কম হয়েছে।

মন্ত্রী গ্রাম ও শহরের মূল্যস্ফীতির আলাদা চিত্র তুলে ধরে বলেন, সব ক্ষেত্রেই মূল্যস্ফীতির হার কমেছে। তবে গ্রামে মূল্যস্ফীতি কমার হার তুলনামূলক কম ছির বলে দেখা যায় মন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪৪ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৮ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৫ দশমিক শূন্য এক শতাংশে, যা তার আগের মাসে একই ছিল।

শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৮ শতাংশে। তার আগের মাসে এই হার ছিল ৫ দশমিক ৯৬ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক শূন্য এক শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক শূন্য ৯ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৯৫ শতাংশ।

এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক কৃষ্ণা গায়েন।

(ঢাকাটাইমস/৯জুলাই/জেআর/ মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এক হাজার টাকা কৃষিঋণে কেউ জেলে, ১০ হাজার কোটি টাকার ঋণখেলাপি সরকারের পাশে: ফরাসউদ্দিন

টানা অষ্টমবার কমলো স্বর্ণের দাম

বিএইচবিএফসিতে নতুন ডিএমডি এবং জিএমের যোগদান

বাংলাদেশ কমার্স ব্যাংকের BAMLCO সম্মেলন অনুষ্ঠিত 

  ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ করে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অফিসারদের নিয়ে ‘রিফ্রেশার্স ট্রেইনিং কোর্স’ অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের মাঝে ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব’ এর পানি ও খাবার স্যালাইন বিতরণ 

এপ্রিলে প্রবাসী আয় ১৯০ কোটি ডলার

ব্যাংক এশিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :