আত্রাইয়ে নদী থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদীতে ভাসমান এক অজ্ঞাত পরিচয় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৬টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় লোকজন উপজেলার জাতোপাড়া এলাকায় নদীর তীর থেকে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে অর্ধগলিত ওই শিশুটির মরদেহ উদ্ধার করে।’
তিনি আরো জানান, শিশুটির বয়স প্রায় ছয় থেকে সাত বছর হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে।
(ঢাকাটাইমস/১৩জুলাই/এলএ)

মন্তব্য করুন