চলার দুর্ভোগ বাড়িয়ে আবার শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০১৯, ১৪:১৬
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতটি সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ঢাবি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শ শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ‘রাখতে ঢাবির সম্মান সাত কলেজ বেমানান’, ‘শোন বোন শোন ভাই, ঢাবির কোনো শাখা নাই’, ‘অধিভুক্তি বাতিল চায় দিতে হবে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বিক্ষোভে অংশ নেয়া ছাত্ররা।

বিক্ষোভে অংশ নেওয়া অনেককে সড়কে ফুটবল খেলতে দেখা যায়। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ততম ওই মোড়টি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন সড়কটি ব্যবহার করা লোকজন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকেই কাজের চাপে তাদের সংশ্লিষ্ট প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। নিয়মিত পাঠদান, ফলাফল প্রকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি সেশনজটে পড়তে হচ্ছে।

চলতি বছরের শুরু থেকেই ঢাবির শিক্ষার্থীরা অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই সাত কলেজের অধিভুক্ত বাতিল চাই’ কমিটি অধিভুক্তি বাতিলে ঢাবি প্রশাসনকে আল্টিমেটাম দেয়। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও প্রশাসন কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়ায় এবং সাত কলেজের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের গতিরোধ করে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে প্রবেশে বাধা দেওয়ায় গত পরশু বিক্ষোভ কর্মসূচির ডাক দেন তারা।

এর অংশ হিসেবে গতকাল দুই ঘণ্টার মতো শাহবাগ মোড় অবরোধ করে রাখে ঢাবি শিক্ষার্থীরা। পরে সড়ক ছেড়ে গেলেও আজ ফের আন্দোলনে নামে তারা।

ঢাবি শিক্ষার্থীদের চার দফাগুলো হলো, চলতি শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্ত সাত কলেজ বাতিল করা, দুই মাসের মধ্যে সব পরীক্ষার ফলাফল দেওয়া, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করা, ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ এবং রিকশা ভাড়া নির্ধারণ করা।

ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা