বিপিএলে সাকিবদের দলে বিশ্বকাপজয়ী অধিনায়ক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০১৯, ১৮:১৯
অ- অ+

বিপিএলের পরবর্তী আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নাজিম।

আইরিশ বংশোদ্ভুত মরগানের নেতৃত্বেই নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। বিপিএলেও তাকে ঢাকার নেতৃত্বে দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। কারণ দলটির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

মরগান দলে যোগ দেওয়ায় অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে নাজিম বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ আমাদের সঙ্গে সাকিবও আছে এবং অনেকদিন থেকেই তিনি নেতৃত্ব দিয়ে আসছেন।’

সাকিবের নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতার স্বাদ পায় ঢাকা ডায়নামাইটস। তবে বিগত দুই আসরে তার নেতৃত্বে ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি দলটি।

এবারই প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছেন মরগান। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তিনি একেবারে নতুন মুখ নন। ২০১৪ সালে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছিলেন তিনি।

(ঢাকাটাইমস/২১জুলাই/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা