যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ১৬:১২
অ- অ+
ফাইল ছবি

যশোরে শহরের আরবপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুর রহমান মধু বিশ্বাস নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আমিনুর শহরের ওই এলাকার গোলেজান সিটির আনসার বিশ্বাসের ছেলে।

নিহতের ছেলে আরিফ হোসেন জানান, আরবপুর সরদারপাড়ার আমিনুরের বাড়িতে পুরোনো একটি ভবনে সোমবার সকাল থেকে কাজ করছিলেন আমিনুর। দুপুর ১২টার দিকে পাম্পের সুইচ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার অমিয় কুমার দাশ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কোতয়ালি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা