বার্সেলোনায় ওসমানী নগর-বালাগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিষেক

ওয়াসি উদ্দিন, স্পেন
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৯, ২১:৫৬

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় ওসমানী নগর-বালাগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৯ জুলাই কায়্যে ভিলাদোমাতের হল রুমে হয়েছে।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সূচিত হয়।

সাধারণ সম্পাদক খালেদুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সাদেক আহম্মদ সিকদারের যৌথ সঞ্চালনায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিউল আলম শফি।

প্রধান অতিথি ছিলেন প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্ট (ইউকে)-এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীর।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ দূতাবাস বার্সেলোনার প্রধান নির্বাহী পরিচালক রামন পেদ্রো, অ্যাসোসিয়েশন বার্সেলোনার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন বার্সেলোনার প্রধান উপদেষ্টা আউয়াল ইসলাম, সাধারণ সম্পাদক হীরা আলম, বাংলাদেশ প্রেসক্লাব বার্সেলোনার সভাপতি ময়নুল আবেদীন, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন হারুন, অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারি দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি ঊত্তম কুমার, সাধারণ সম্পাদক শামীম হাওলাদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন বার্সেলোনার যুগ্ম সম্পাদক আবু তালেব আল মামুন লাভু, সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, মুক্তার আহমদ, জাহাঙ্গীর আলম, বড়লেখার সহসাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন প্রমুখ।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন বার্সেলোনার উপদেষ্টা রফিক উদ্দিন, গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন বার্সেলোনার সভাপতি সাব্বির আহমেদ দুলাল, শাহ আলম স্বাধীন, জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য দেন- সংগঠনের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম আজাদ, অর্থ সম্পাদক সদরুল ইসলাম, প্রচার সম্পাদক রুহেল হামিদ।

বক্তারা ওসমানী নগর বালাগঞ্জের স্বনামধন্য ব্যক্তিবর্গসহ এমএজি ওসমানীর ভূয়সী প্রশংসা করেন। তৎসঙ্গে বার্সেলোনায় এ সংগঠনের সেবামূলক কর্মতৎপরতার কথা উল্লেখ করে সহযোগিতার আশ্বাস দেন।

পরে সভাপতি তার দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে অভিষেক পর্ব শেষ করেন।

দ্বিতীয় পর্বে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ইউকে থেকে আগত ও স্থানীয় স্বনামধন্য শিল্পীদের কন্ঠ যাদুতে হলরুম দর্শক আনন্দে ভরে উঠে।

পরিশেষে দর্শক অতিথি ও সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :