বান্দরবানে জমি দখলের অভিযোগে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ১৭:১৬
অ- অ+

বান্দরবানে ধর্মীয়গুরু এক বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে মিশনের জমি দখলের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ও জমি ফেরতের দাবিতে বুধবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন খ্রিস্টীয়ধর্ম ভক্তরা। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী বড়ুয়া সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে ভক্তরা অভিযোগ করেন, ২০ বছর আগে রোয়াংছড়ি উপজেলার ক্যাথলিক মিশনের নামে সাত একরের জায়গা কেনা হয়। পরে স্বর্ণমন্দির প্রতিষ্ঠাতা ও রাজগুরু বিহারাধাক্ষ্য উপঞঞা জোত মহাথ প্রকাশ উচহ্লা ভান্তে তা বৌদ্ধ মন্দির নামে দখল করে নেয়। বিভিন্ন জায়গায় অভিযোগ করেও জমি আর ফেরত পায়নি।

বক্তারা বলেন, ‘মিশনের নামে কেনা জমিগুলো ফেরত না পেলে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।’

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম ক্যাথলিক চার্চের ফাদার জেরোম রোজারিও, পৌর কাউন্সিলর দীলিপ বড়ুয়া ও মৌজা হেডম্যান নুমংপ্রু মারমা।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা