ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত

কুমিল্লা প্রতিনিধি
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৯, ০৯:১৮
অ- অ+

কুমিল্লায় সড়কে বিকল হওয়া কাঠ বোঝাই ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় ঘুমন্ত চালক নিহত হয়েছেন। সোমবার রাত ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম ইদ্রিস মিয়া (৩৩)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ‘রাঙ্গামাটি থেকে কাঠ বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় আসলে ট্রাকটি বিকল হয়ে পড়ে। ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন চালক। অন্যদিকে হেলপার ট্রাক মেরামতের কাজ করতে থাকেন।’

‘ঠিক ওই সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক বিকল হওয়া ট্রাকটিতে ধাক্কা দেয়। এসময় বিকল ট্রাকের ঘুমন্ত চালক পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।’

ঢাকাটাইমস/০৬ আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা