‘কাজ চাইলে কুপ্রস্তাব দিয়েছিলেন রামগোপাল’

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৯, ০৯:০৩
অ- অ+

খোলামেলা পোশাকের জন্য বরাবরই আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। এবার বলিউডের প্রখ্যাত পরিচালক রামগোপাল ভার্মার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ এনেছেন তিনি। শার্লিনের কথায়, রামগোপালের কাছে কাজ চাইলে তাকে সরাসরি শারীরিক মেলামেশার প্রস্তাব দেওয়া হয়েছিল।

সম্প্রতি একটি ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে শার্লিন জানান, ২০১৬ সালে তিনি রাম গোপাল ভার্মাকে হোয়াটসঅ্যাপে নিজের কিছু ছবি পাঠিয়ে কাজ চান৷ প্রত্যুত্তরে পরিচালক তাকে হোয়াটসঅ্যাপেই একটি স্ক্রিপ্ট পাঠিয়ে মতামত জানতে চান৷ শার্লিন জানান, সেই স্ক্রিপ্টে কোনো গল্প ছিল না, ছিল শুধু শারীরিক সম্পর্কের কথা৷ তিনি এই ছবির প্লট জানতে চাইলে, পরিচালক বলেন স্ক্রিপ্টে যা আছে সেটাই গল্প৷

এরপর শার্লিন স্পষ্ট জানান, রাম গোপাল রঙ্গিলা-টু এর কথা ভাবলে শার্লিন তা করতে রাজি আছেন কিন্তু হোয়াটসঅ্যাপে যে স্ক্রিপ্ট পাঠিয়েছেন তা করতে তিনি রাজি নন, কারণ তিনি শারীরিক সম্পর্ক স্থাপনে পিএইচডি করেননি৷ পরিচালক শার্লিনকে বলেন, শার্লিন এতে কাজ করতে রাজি থাকলে কনট্যাক্ট করতে৷

শার্লিন আরও বলেন, পরিচালক তাকে অশ্লীল ভিডিও পাঠাতেন৷ শার্লিন তার কারণ জানতে চাইলে রামগোপাল বলেছিলেন, পশু-মানুষ সকলেরই প্রাথমিক চাহিদার মধ্যে পড়ে শারীরিক সম্পর্ক স্থাপন, তাই এই ধরনের ভিডিও শার্লিনের উপভোগ করা উচিত৷

ঢাকা টাইমস/১৮আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা