আত্রাইয়ে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০১৯, ১৭:৩২
অ- অ+

নওগাঁর আত্রাইয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে শুকুর আলীর (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০১৫ সালে রাণীনগর উপজেলার বালুভরা গ্রামের শুকবর আলীর কন্যা সুমাইয়াতুজ্জামিয়ার (৩০) বিয়ে হয় আত্রাই উপজেলার আটগ্রামের মৃত শমসের আলীর ছেলে শুকুর আলীর (৩৮) সাথে। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে স্বামী শুকুর আলী ও তার পরিবারের লোকজন সুমাইয়াকে নির্যতন করতেন। এরই এক পর্যায় যৌতুকের তিন লাখ টাকাও পরিশোধ করেন মেয়ের বাবা। পরে তিনি আরও ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। গৃহবধূ ওই টাকা দিতে অস্বীকার করলে তাকে আবারও মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।

এদিকে স্বামী ও তার পরিবারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে গৃহবধূ সুমাইয়া নওগাঁ কোর্টে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, গৃহবধূ সুমাইয়া কর্তৃক দায়ের করা মামলার প্রেক্ষিতে আত্রাই থানা পুলিশ বুধবার সন্ধ্যায় আসামি শুকুর আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়।

ঢাকাটাইমস/২২আগস্ট/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা